পরিচিতি
টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজটি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি শামছুল হক তোরণ (ডিস্ট্রিক গেইট) এবং সার্কিট হাউস থেকে অনতিদূরে। অবারিত সবুজ বনানীতে ঘেরা ছায়াসুবিড়, স্নিগ্ধ শ্যামল ও শহরের কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত অত্র প্রতিষ্ঠানটি নারী শিক্ষার একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত। প্রায় ৪ একর জায়গার উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে রয়েছে সুবিশাল খেলার মাঠ, চারটি পাকা একাডেমিক বিল্ডিং এবং অভিভাবকদের বসার জন্য রয়েছে অভিভাবক ছাউনি। বিজ্ঞান শিক্ষার জন্য রয়েছে সুপরিসর বিজ্ঞানাগার, সুশোভিত ডিজিটাল ল্যাব এবং সমৃদ্ধ মাল্টিমিডিয়া ক্লাস রুম। বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলে সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ পর্যন্ত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বিদ্যালয় শাখায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫০ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যালয় শাখায় মোট ১৮ জন শিক্ষক এবং কলেজ শাখায় মোট ১৩ জন প্রভাষক পাঠদানে নিয়োজিত আছেন। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর যতেষ্ঠ সুযোগ-সুবিধা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এতে রয়েছে ফুটবল টিম, ভলিবল টিম, হ্যান্ডবল টিম, ক্রিকেট টিম, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব।